SPORTS: ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সৌরভের খোলামেলা আলোচনা, জেনেনিন কি বললেন ‘দাদা’ ?

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির ব্যস্ততায় নেই বিশ্রাম। আইপিএলের আগেও তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন কাজে। দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে দলের সাফল্যের জন্য তিনি কাজ করছেন। এছাড়াও তিনি নিজের আত্মজীবনী, বায়োপিক, টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপন ও স্টিল প্ল্যান্ট নিয়ে ব্যস্ত।

ভারতের ভবিষ্যৎ প্রসঙ্গে সৌরভ বলেন, “আমার কাছে সব ফরম্যাটের ক্রিকেটার হচ্ছে যশস্বী জসওয়াল। রিশাভ পান্ট যখন ফিট হয়ে আসবে তখন সেও থাকবে। হয়তো কোহলির পর সেরা ব্যাটারও হতে পারে। শ্রেয়স আইয়ার, শুভমান গিলকে আরো বেশি টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভারতীয় ক্রিকেটে অনেক প্রতিভা রয়েছে। রিঙ্কু সিংকে টি-২০ ফরম্যাটে ভাল লাগে। সূর্যকুমার যাদব রয়েছে। সময়ই বলবে কে বিরাট-রোহিতের জায়গা। এত দ্রুত হয় না। ১৬-১৭ বছর লাগে।”

নিজের আত্মজীবনী প্রসঙ্গে সৌরভ বলেন, “আমি এখনো আত্মজীবনী লিখিনি। তবে বায়োপিকের কাজ চলছে। শুটিং শুরু হওয়ার কথা। বছরের শেষে বা পরের বছরের শুরুতে রিলিজ হতে পারে। সেটা তো আত্মজীবনীই। তবে লেখার সময় শেষ হয়ে যায়নি। আসলে সময়ই পাই না। এত কাজে ব্যস্ত।”

ভবিষ্যতে ধারাভাষ্যে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, “এখন তো সময় পাই না। আগে খুব ভাল লাগত করতে। ধারাভাষ্যের সবচেয়ে বড় সমস্যা হল যাতায়াত। এখন আর এত যাতায়াত করতে চাই না। আমি আইপিএলে একটা দলের সঙ্গে যুক্ত। ওদের দক্ষিণ আফ্রিকা লিগের দল এবং মেয়েদের দলটাও দেখি। প্রচুর সময় যায় তাতে। টিভিতে কাজ করি। বিজ্ঞাপনে কাজ করি। এখন স্টিল প্ল্যান্ট হচ্ছে। সময় কোথায়?”

সৌরভ গাঙ্গুলির ব্যস্ততা দেখে মনে হয় যে তিনি এখনো ক্রিকেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হননি। তিনি এখনো ক্রিকেটের বিভিন্ন বিষয়ে কাজ করছেন এবং ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।