কিশোরীকে প্রেম নিবেদনের অপরাধে জেলে যেতে হল যুবককে!

কিশোরীকে ভালোবাসা নিবেদনের অপরাধে এক বছরের কারাদণ্ড পেয়েছেন এক যুবক। ২০১৫ সালে ১৩ বছর বয়সি ওই কিশোরীকে প্রেম নিবেদন করেছিলেন অভিযুক্ত যুবক। ওই যুবকের বয়স বর্তমানে ৩০ বছর।

২০১৫ সালে মুম্বাই শহরে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে ভালোবাসা নিবেদন করার পর পুলিশের দ্বারস্থ হয়েছিল ভুক্তভোগীর পরিবার। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় ওই যুবককে।

পরে জামিনে মুক্তি পান তিনি। তবে নতুন করে এই মামলার রায় দিয়েছে মুম্বাইর আদালত।

ওই কিশোরীর নাম জিজ্ঞাসা করেন অভিযুক্ত যুবক। একই সময় তাকে ভালোবাসাও নিবেদন করেন তিনি। কিশোরী জবাব না দিলে তাকে আবার প্রেম নিবেদন করেন ওই যুবক। একই সঙ্গে হাতে তুলে দেন একটি ‘ভালোবাসার চিঠি’।

তখন ওই কিশোরী যুবককে উদ্দেশ্য করে বলে, সে এই ধরনের কোনো আচরণ করলে বাবা-মাকে জানাতে বাধ্য হবে। অভিযুক্ত যুবক তখন তাকে ‘সরি’ বলে চলে যান।

২০১৫ সালের ১৭ এপ্রিল মুম্বাইয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ওই কিশোরী তার মায়ের সঙ্গে বই কিনতে বাড়ির বাইরে বের হয়েছিলেন। তখন ওই যুবক তাকে ফের প্রেমের প্রস্তাব দেন। এর পর পুরো বিষয়টি মায়ের নজরে আনে ওই কিশোরী। প্রায় ১৫ দিন ধরে ওই যুবক তাকে অনুসরণ করছে বলেও জানায় সে। মেয়ের সুরক্ষার কথা ভেবে আর চুপ থাকেননি বাবা-মা। তিলক নগর থানায় ওই যুবকের নামে অভিযোগ করা হয়।

সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালত। পকসো আইনে ওই অভিযুক্তকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। পাশাপাশি যুবককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।