ভারত জোড়ো যাত্রায় CPM-কে হাত ধরার আহ্বান CONGRES -এর, ফোন গেল সেলিমের কাছে

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনও লক্ষণ নেই কংগ্রেসের। এমন আবহে এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সিপিএমকে যোগ দেওয়ার আহ্বান জানান হল কংগ্রেসের তরফে।

১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে এই যাত্রা শুরু হয়েছে। মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী। এরপর সেখান থেকে অরুণাচল প্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ-সহ মোট ১৫টি রাজ্যের ১১০টি জেলার উপর দিয়ে যাবে এই যাত্রা। মোট ৬৭ দিন ধরে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইয়ে। ৬৭০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল গান্ধী।

পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৭টি জেলার উপর দিয়ে ৫২৩ কিলোমিটার পথ হাঁটবেন রাহুল গান্ধী। রাজ্যে কোচবিহার জেলার বক্সিরহাটে থেকে যাত্রা শুরু হয়ে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।

এর আগেও একাধিকবার কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বলতে শোনা গিয়েছে, বামেদের সঙ্গে রাজ্যে হাত মেলাতে আপত্তি নেই তাঁর। এর আগেও বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে বাম ও কংগ্রেস। সেই সমীকরণের পুনরাবৃত্তি করার পক্ষপাতী তিনি। তবে তৃণমূলের সঙ্গে নৈব নৈব চ। আসন সমঝোতার ব্যাপারে রাজ্য কংগ্রেসের তরফে একাধিবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ উড়ে এসেছে।

এমন আবহে এবার সরাসরি এই যাত্রায় সিপিএমকে যোগ দেওয়ার প্রস্তাব এল কংগ্রেসের তরফে। যদিও এই ব্যাপারে সিপিএমের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ইন্ডিয়া জোটের সমীকরণে রাজ্যে তৃণমূলের সঙ্গে এক ছাতার তলায় অধীর চৌধুরীরা হাঁটতে না চাইলেও সিপিএমকে কাছে টানার বার্তা দিতেই ভারত জোড়ো যাত্রায় বামেদের আহ্বান করা হচ্ছে বলেই ধারণা রাজনৈতিক মহলে।