Ram Mandir : নিম কাঠের তৈরি মূর্তি! চমকে দেবে বাংলার প্রাচীন রাম-সীতা মন্দিরের ইতিহাস

উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামীকাল হুগলির গুপ্তিপাড়ার রামমন্দিরে বিশেষ কোনও আয়োজন নেই বলে জানা গেছে। এই মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি রামনবমীতে উৎসব হয়। তবে এবার রামলালার আগমন উপলক্ষে কোনও আলাদা আয়োজন করা হবে না বলে মন্দিরের কমিটির সদস্য সামন্তক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা পাঁচশো বছর পর রামলালার পুনঃপ্রতিষ্ঠার জন্য খুবই খুশি। তবে আমাদের মন্দিরে আলাদা করে কোনও আয়োজন করা হবে না। নিত্য পুজোর মতোই হবে। ভক্তরা আসবেন, পুজো দেবেন। পুরোহিত থাকবেন সারাদিন।”

মন্দিরের পুরোহিত শিববেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “চারটি মন্দিরে নিত্য সেবা হয়। প্রাচীন মূর্তি রয়েছে। আগে রামচন্দ্রের পুজো হত আলাদা করে। এখন সেসব হয় না। লোকবল কম থাকায় রামচন্দ্রকে নিয়ে আলাদা করে উন্মাদনা নেই।”

ইতিহাস বলছে, গুপ্তিপাড়াতেই পাটমহলে রয়েছে রঘুনাথ জিউ মন্দির। যেখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি পুজো হয়। রামানন্দ অধিকারী প্রতিষ্ঠা করেন এই মন্দির। পরবর্তীকালে ভাগীরথীর গতি পথ পরিবর্তনে মন্দির ধ্বংস হয়ে যায়। পরে সেই মন্দিরের ধ্বংসাবশেষ নিয়ে এসে দূর্গাদাস বন্দ্যোপাধ্যায় বর্তমান মন্দিরটি তৈরি করেন। সেখাই রামের পুজো হয়। রামনবমী উপলক্ষে মেলা বসে। বেণীমাধব শীলের পঞ্জিকায় এই পাট মোহলের রামনবমীর উল্লেখ আছে।