“রামলালার ঘর সম্পূর্ণ তৈরি”-দাবি করলেন অফিসার

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে ঘিরে বিতর্কের মধ্যে রামমন্দির কর্তৃপক্ষ মুখ খুলল। রবিবার রামমন্দির প্যানেলের চিফ এগজ়িকিউটিভ নৃপেন্দ্র মিশ্রের বক্তব্যে স্পষ্ট হল, যেখানে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হচ্ছে, সেখানের কাজ সম্পূর্ণ হয়েছে।
মিশ্র বলেন, “শঙ্করাচার্যরা গুরু। আমি কেউ নই। তাঁরা সনাতন ধর্মের আচারবিধির রক্ষাকর্তা। তা সত্ত্বেও আমি দেশকে একটা কথা বলতে চাই।”
তিনি জানান, যা ঘোষণা করা হয়েছে তা হলো রামলালা ভূতলে (গ্রাউন্ড ফ্লোর) থাকবেন। সেখানেই একটি গর্ভগৃহ, পাঁচটি মণ্ডপ ও রিলিজিয়স আইকোনোগ্রাফি থাকবে। সেটা সম্পূর্ণ হয়েছে।
মিশ্রের কথায়, “অসম্পূর্ণ রয়েছে একতলা। সেটা রাম দরবার। যেখানে রাজা রাম তাঁর রানি সীতার সঙ্গে বসতেন। দোতলায় থাকবেন রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমান।”
মনে করা হচ্ছে রামমন্দিরের উদ্বোধনের ঠিক আগের দিন মিশ্রকে দিয়ে এই বার্তা প্রধানমন্ত্রীই দেওয়ালেন মূলত শঙ্করাচার্যদের উদ্দেশে।
এ দিকে রবিবার জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, যিনি অসম্পূর্ণ রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা নিয়ে সরব হয়েছিলেন, তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীকে আমি সম্মান করি। তাঁর প্রদানমন্ত্রিত্বেই হিন্দুরা নিজেদের আত্মসম্মান ফিরে পেয়েছে। আমরা কোনও ব্যক্তির সমালোচনা করিনি।”