OMG! লোনের EMI আদায় করতে গিয়ে চরম বিপদে ব্যাঙ্ককর্মী, ধেয়ে এল বন্দুকের গুলি

টিটাগরে লোনের টাকা নিতে গিয়ে এক ব্যাঙ্ক কর্মীকে মারধর ও গুলিবিদ্ধের অভিযোগ উঠেছে। শনিবার টিটাগড় স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, কাঁকিনাড়ার বাসিন্দা অঞ্জন দত্ত টিটাগড়ের হেনা খাতুনের কাছ থেকে লোনের টাকা আনার জন্য টিটাগড় স্টেশনে যান। হেনা খাতুন ওই ব্যাঙ্ক থেকে ৬৪১৮ টাকার লোন নিয়েছিলেন।
টিটাগড় স্টেশনে পৌঁছানোর পর অঞ্জনকে হেনা খাতুনের স্বামী নাসির মোবাইলে ফোন করে বলেন, একটি ফাঁকা বাড়িতে আসুন। সেখানে টাকা দেওয়া হবে।
নাসিরের কথামতো অঞ্জন ওই বাড়িতে গেলে সেখানে চারজন যুবক তাকে মারধর শুরু করে। অঞ্জন তাদেরকে বাধা দিতে গেলে তারা তাকে গুলি করে। গুলিটি নাসিরের হাতেই লাগে।
গুলিবিদ্ধ নাসির ও তার সহযোগীরা পালিয়ে যায়। অঞ্জন কোনওমতে বাড়ি থেকে পালিয়ে গিয়ে টিটাগড় মহকুমা হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে চিকিৎসাধীন অঞ্জন বলেন, “আমি শুধুমাত্র লোনের টাকা নিতে গিয়েছিলাম। কিন্তু, সেখানে আমাকে মারধর করা হয়। গুলিবিদ্ধ নাসিরও আমার সঙ্গে ছিল। সে আমাকে মারধর করে এবং গুলি করে। আমি কোনওমতে পালিয়ে গিয়েছি।”
টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।