Ram Mandir: প্রাণ প্রতিষ্ঠার আগে কী ভাবে প্রকাশ্যে এলো রামের মূর্তি? তদন্তের দাবি প্রধান পুরোহিতের

রামমন্দির উদ্বোধনের মাত্র দুই দিন আগে রামলালার মূর্তির চোখ খোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এনিয়ে বিতর্ক শুরু হয়েছে।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “প্রাণ প্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ খোলা যায় না। যে মূর্তির মধ্যে রামের চোখ দেখা যায় সেই মূর্তিটি আসল মূর্তি নয়। যদি চোখ দেখা যায় তাহলে কে চোখ দেখিয়েছে এবং কীভাবে প্রতিমার ছবি ভাইরাল হচ্ছে তা খতিয়ে দেখা উচিত।”
আসল মূর্তি কেমন?
রামলালার যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে গর্ভগৃহে সেটি তৈরি করেছেন কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজ। রাম মন্দিরে পুজোর জন্য মন্দির কর্তৃপক্ষ মোট তিনটি মূর্তি তৈরির বরাত দিয়েছিল। নারায়ণ শিলা দিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটি বিগ্রহ। পরে জানানো হয়, এর মধ্যে একটি মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহে থাকবে। বাকি দু’টি বিগ্রহ মন্দিরের অন্যত্র স্থান পাবে। সম্প্রতি মূল গর্ভগৃহে রাখার জন্য বেছে নেওয়া হয় একটি মূর্তিকে। সেটি যে অরুণের তৈরি মূর্তিই, সে কথা ঘোষণা করেছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
সত্যেন্দ্র দাস জানান, রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে।
উল্লেখ্য, রামমন্দির উদ্বোধনের আগে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রামমন্দির উদ্বোধন করবেন।