অধীরকে তাক করে রাহুলকে তোপ দাগলেন মমতা, জানালেন লোকসভা নির্বাচনের প্ল্যান?

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে, ইন্ডিয়া জোটে গুরুত্ব না পেলে বাংলায় একাই লড়াই করবে তৃণমূল।

বৈঠকে অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গ উঠলে মমতা বলেন, “অধীর কোনও ফ্যাক্টর নয়। যদি তোমরা সবাই একজোট হয়ে লড়াই করো, অধীর কোনও ফ্যক্টর হবে না।”

মমতা বলেন, “ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক তৃণমূল। কিন্তু তৃণমূলকে পাত্তা না দিয়ে যদি ছোটখাটো দলগুলিকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে তৃণমূল নিজেদের মতো ভাববে। বাংলায় ৪২ টা আসনেই‌ তৃণমূল একা লড়বে।”

গতমাসে উত্তর ২৪ পরগনার চাকলায় দলীয় সভায়ও মমতা জানিয়েছিলেন, বিজেপিকে হারাতে গোটা দেশে ইন্ডিয়া লড়াই করবে। বাংলায় তৃণমূল একাই লড়বে।

কংগ্রেস বাংলায় দুটি আসন জিতেছে। এই আসন দুটি তাদের ছাড়া হবে বলে ইঙ্গিত দিয়েছিল তৃণমূল। তবে আরো কয়েকটি আসন কংগ্রেস তৃণমূলের কাছে চাইতে পারে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠি লিখে মমতাকে ন্যায় যাত্রায় শামিল হতে অনুরোধ করেছেন। সে চিঠি আবার কাটা ঘায়ে নুনের ছেঁটার মতো বিঁধেছে তৃণমূলকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ফলে বাংলায় ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা নতুন করে জটিল হয়ে উঠেছে।