SPORTS: পর পর ম্যাচে হাফসেঞ্চুরি, BCCI থেকে বড় পুরস্কারে পাচ্ছেন শিবম দুবে

শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল, এই দুই তরুণ ক্রিকেটারই সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন। আফগানিস্তান সিরিজে দুজনেই নিজেদের সেরাটা দিচ্ছেন।

শিবম দুবে পরপর দুটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। দুটি ম্যাচেই উইকেটও পেয়েছেন। দ্বিতীয় ম্যাচের সেরা না পারলেও তিনি বিশ্বকাপে সুযোগের দৌড়ে ঢুকে পড়েছেন। তৃতীয় ম্যাচেও একই পারফরম্যান্সই লক্ষ্য তাঁর।

যশস্বী জয়সওয়াল ২০২৩ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন। এখনও পর্যন্ত চারটি টেস্টে তিনি ৩১৬ রান করেছেন। একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। একই সিরিজে তিনি টি-২০তে অভিষেক করেন। তারপর থেকে ১৬টি টি-২০ খেলেছেন। মোট রান ৪৯৮।

এই দুই তারকার দুর্দান্ত ফর্মের জন্য তারা ২০২৩-২৪ মরশুমে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেতে পারেন বলে জানা গিয়েছে। শেষ কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৬ জন প্লেয়ারকে জায়গা দিয়েছিল বোর্ড। সেখানে এই দুই তারকা ছিলেন না।

বিশেষ করে শিবম দুবে’র ফর্ম বেশ প্রশংসনীয়। তিনি বল হাতেও ভালো করছেন। চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর তাঁর কেরিয়ারে একটা বড় পরিবর্তন হয়। ২০২২ সালে তাঁকে দলে নেয় আইপিএল দল সিএসকে। তিনি ২০২২ সালে আইপিএলে ১১টি ম্যাচে ২৮৯ রান করেন। তিনি ২০২৩ সালের আইপিএলে ৪০০ রান করেন। এটা তাঁর কেরিয়ারে প্রথম ৪০০ রান আইপিএলে। তিনি ১৬ ম্যাচে ৪১৮ রান করেন।

তার বড় শট মারার ক্ষমতা তাঁরে ২০১১ সালের বিশ্বকাপ হিরো যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি আইপিএলের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও সোনা ফলাচ্ছেন। তাঁর এই ফর্মের জন্য তিনি মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দিচ্ছেন। ধোনিই তাঁকে নিজের খেলা খেলার সুযোগ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

আশা করা যায়, এই দুই তরুণ ক্রিকেটার ভারতীয় দলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।