অবসরের কেটে গেছে ১১ মাস, পেনশন না-পেয়ে হাইকোর্টে বিদ্যাসাগরের সেই প্রিন্সিপাল

বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ গৌতম কুণ্ডু অবসরের পর ১১ মাস কেটে গেলেও এখনও পেনশন পাচ্ছেন না। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন।
গৌতমের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ নানা অজুহাতে পেনশনের প্রয়োজনীয় ছাড়পত্র উচ্চশিক্ষা দপ্তরে পাঠাচ্ছেন না। উচ্চশিক্ষা দপ্তরকেও নোটিস পাঠিয়ে জবাব মেলেনি।
কলেজ কর্তৃপক্ষ আদালতে দাবি করেছেন, ২০১৫-১৬ থেকে কলেজের অডিট হয়নি। আদালত অন্তর্বর্তী নির্দেশে বলেছে, কোনও অনিয়ম হয়ে থাকলে তদন্ত হতে পারে। কিন্তু পেনশনের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু করতে হবে।
পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরের এক বছর আগে এই ধরনের কোনও বিষয় থাকলে তা ক্লিয়ার করার জন্যে নোটিস দিতে হয়। কিন্তু অবসরের পর কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করা যায় না।’
বিদ্যাসাগর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুদীপা বন্দোপাধ্যায় বলেন, ‘আমরা কখনওই চাই না কারও পেনশন আটকাক। উনি মামলা করেছেন। আদালত যা নির্দেশ দেবে, আমরা সেই মতো কাজ করতে বাধ্য।’
গৌতম কুণ্ডু বিদ্যাসাগর কলেজের আট বছরের অধ্যক্ষ ছিলেন। তিনি কলেজের মূর্তি ভাঙার ঘটনায় সাহসিকতা দেখিয়েছিলেন। কিন্তু অবসরের পর পেনশন বঞ্চনার শিকার হলেন তিনি। এই ঘটনায় কলেজের কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে।