“আমি বাংলায় গান গাই’-খ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার (১৫ জানুয়ারি) কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে যান। সেখানে তিনি প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান।

হাসপাতালের বেডে বসেই প্রতুল মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জনপ্রিয় গান “আমি বাংলায় গান গাই” শোনান। তার উল্টো দিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ও কণ্ঠে সুর মেলান “বাংলায় দেখি স্বপ্ন”।

প্রতুল মুখোপাধ্যায় একটু জোরে সুর চড়িয়েছেন, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, “আবার জোরে গাইছেন? পরিবারের সদস্যরা বাড়ির অসুস্থ কেউ কথা না শুনলে যেভাবে বকে ওঠেন ঠিক তেমনটাই!” প্রতুল মুখোপাধ্যায় জবাব দেন, “কিছু হবে না।”

এরপর চড়া সুরেই প্রতুল মুখোপাধ্যায় গাইলেন, “বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ।” তখন মমতা বন্দ্যোপাধ্যায় গুনগুন করে সুর মেলাতে থাকেন। গানের শেষে প্রতুল মুখোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, “আপনার ছাত্রীটা কেমন?”

পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার থাকাকালীন সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে পরিবর্তনের লড়াইয়ে অনেক বুদ্ধিজীবী শিল্পীর মতো প্রতুল মুখোপাধ্যায়কে সামনের সারিতে দেখা গেছে বার বার। তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেভাবেই এক যুদ্ধে অংশ হতে দেখা গিয়েছিল প্রতুল মুখোপাধ্যায়কে।

মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রতুল মুখোপাধ্যায়ের এক আত্মীয় তার কাছে এসে প্রতুল মুখোপাধ্যায়ের ওয়ার্ডে মিউজিক সিস্টেমের জন্য অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী তখন এসএসকেএম হাসপাতালের পরিচালক মনিময় ব্যানার্জীকে বিষয়টি দেখার নির্দেশ দেন।

প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে গান গাওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে উজ্জীবিত করেছেন।