Nusrat: ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে ধাক্কা খেলেন নুসরত, সশরীরে দিতে হবে হাজিরা

ফ্ল্যাট প্রতারণা মামলায় ধাক্কা খেলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। মঙ্গলবার আলিপুর জজ কোর্ট নির্দেশ দিয়েছে, এই মামলায় সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে।

এর আগে আলিপুর আদালতে মামলার শুনানি হয়েছিল। সেই সময় বিভিন্ন কারণ দর্শিয়ে হাজির হননি নুসরত জাহান। যাতে তাঁকে সশরীরে হাজির থাকতে না হয়, সেজন্য আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু, আলিপুর আদালতের নির্দেশ বহাল রেখেছে জজ কোর্টও।

২০১৪-১৫ সালে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। অভিযোগ ওঠে, সেই সময় সংস্থাটি ব্যাঙ্ক কর্মীদের থেকে টাকা নিয়েছিল ফ্ল্যাট তৈরি করার নামে। উপভোক্তাদের দুই কামরার ফ্ল্যাট দেওয়া হবে বলে বলা হয়। পাশাপাশি হিডকোর থেকে তিন কামরার ফ্ল্যাট দেওয়া হবে বলেও জানানো হয়। কিন্তু, সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এরপর ওই ব্যাঙ্ক কর্মীরা গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন।

নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণা মামলায় অভিযোগ দায়ের হয়। এই প্রতারিতদের নিয়ে ED-র দফতরে যান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও। যদিও নুসরত জাহান দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন।

প্রতারিতদের আইনজীবী জোর দাবি করেছিলেন, নুসরত জাহানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। সঙ্গে বন্ড জমা দেওয়ার নির্দেশও দেওয়া হোক। আলিপুর জজ কোর্টের নির্দেশের পর এবার নুসরত জাহানকে আদালতে হাজিরা দিতেই হবে।

এই মামলায় নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি আইনি ঝামেলায় পড়তে পারেন।