OMG! বিয়ের আসরে বরকে কষে চড় কনের, ভাইরালভিডিও সোশ্যাল মিডিয়ায়
April 20, 2022
বিয়ের মালাবদলের সময় হঠাৎ বরের গালে কষে চড় মেরে বিয়ের আসর ছেড়ে চলে গেছেন এক তরুণী।
ভারতে উত্তরপ্রদেশের হামিরপুরে সম্প্রতি এ ঘটনা ঘটে। আকস্মিক এ চড় মারার ঘটনায় আমন্ত্রিত অতিথিসহ সবাই হতবাক হয়ে যান। খবর এনডিটিভির।
বরকে চড় মারার এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিও ফুটেজটিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে অলংকার ও লেহেঙ্গা পরা কনেকে মালা পরাতে যাচ্ছেন হবু বর।
সবার দৃষ্টি তখন মালাবদলের দিকে, ঠিক তখনই সপাটে হবু বরের গালে একটি নয় পর পর দুটি চড় মেরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কনে।
তাৎক্ষণিকভাবে কনের চটে যাওয়ার কারণ না জানা গেলেও পরে অবশ্য দুপক্ষের অভিভাবকের হস্তক্ষেপে বিয়েটি সম্পন্ন হয়েছে।