প্রেমের পথে কাঁটা বয়ফ্রেন্ডের সন্তান, ১৮ মাসের শিশুকে ব্যাটারি খাইয়ে খুন করল প্রেমিকা!

পেনসিলভানিয়ার পুলিশ সম্প্রতি এক মহিলাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এক শিশুকে খুন করার অভিযোগ রয়েছে। ২০ বছরের এই তরুণী তার বয়ফ্রেন্ডের ১৮ মাসের কন্যা সন্তানকে নৃশংসভাবে খুন করেছেন।
অ্যালিসিয়া ওনেস গত একবছর ধরে প্রেম করছেন বেইলি জ্যাকবের সঙ্গে। দু’জনে লিভ ইন শুরু করেন। বয়ফ্রেন্ডের ১৮ মাসের সন্তান আইরিসও একই বাড়িতে থাকত। আর সে তার প্রেমের পথে বাঁধা হয়ে উঠেছিল।
তদন্তে উঠে এসেছে গত বছর ২৫ জুন বেইলি জ্যাকব বাড়ির জিনিসপত্র কিনতে স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তার ফোনে অ্যালিসিয়ার ফোন আসে। অপর প্রান্ত থেকে প্রেমিকা বলে, আইরিস গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
ফোন পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসে বেইলি। এসে দেখে মেয়ে নিথর হয়ে পড়ে রয়েছে। বিন্দুমাত্র নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গেই সে ৯১১ নম্বরে ফোন করে। আইরিসকে নিউ ক্য়াসেলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এয়ারলিফট করে তাকে নিয়ে যাওয়া হয় পিটসবার্গের একটি শিশু হাসপাতালে। কিন্তু ৪ দিন পর মাল্টি অর্গান ফেলিওয়ের মৃত্যু হয় ১৮ মাসের এই সদ্যোজাতের।
আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন, একটি অসহায় শিশুর ক্ষতি করার জন্য কেউ এতটা পর্যন্ত যেতে পারে তা কল্পনাতীত। শিশুটির মৃত্যুর পর তদন্তকারীদের এভাবে বিপথে চালনার চেষ্টা করতে পারে, সেটিও ভাবা যায় না।
অ্যালিসিয়া পুলিশের কাছে জানিয়েছিল বিছানা থেকে পড়ে গিয়ে আইরিসের মাথায় জোরে আঘাত লাগে। কিন্তু, ময়নাতদন্তে দেখা যায় শিশুটির পেটে রয়েছে বোতামের মতো কিছু ব্যাটারি এবং স্ক্রু। শুধু তাই নয়, গতবছর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত অ্যালিসিয়া তার ফোনে বেশকিছু জিনিস সার্চ করেছে। সেখানে ঘরোয়া এমনকিছু জিনিস যাতে কোনও শিশুর মৃত্যু হতে পারে, তা সার্চ করা হয়েছে লাগাতার। এর মধ্যে রয়েছে ওয়াটার বেডস, ব্যাটারি, ও নেলপলিশ। পাশাপাশি এমনকিছু বিউটি প্রোডাক্ট যা কোনও শিশুর ক্ষতি করতে পারে। ওইসব তথ্যপ্রমাণ থেকে অ্যালিসিয়াকে গ্রেফতার করে পুলিশ।
অ্যালিসিয়া ওনেসের এই ঘটনাটি মানবতার কতটা নিচে নেমে যাওয়ার প্রতীক তা বলার অপেক্ষা রাখে না। একটি অসহায় শিশুর জীবনকে এভাবে কেড়ে নেওয়ার কোনও ক্ষমা নেই। আশা করা যায়, আদালত তাকে কঠোর শাস্তি দেবে।