SonuSud: ৩ ঘণ্টা এয়ারপোর্টে আটকে থেকেও ‘কুল’ সোনু, সহযাত্রীদের দিলেন সহবত শিক্ষাও

প্রবল শীত এবং ঘন কুয়াশার কারণে দেশে বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে বিমানযাত্রীদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে টিভি-সিনেমার তারকারা বিমান সংস্থাগুলির বিরুদ্ধে সমালোচনা করছেন। তবে এই সমালোচনার মধ্যেই ভিন্ন সুর অভিনেতা সোনু সুদের। তিনি বিমানযাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং বিমানকর্মীদের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দেন।
শনিবার অভিনেত্রী রাধিকা আপ্তে বিমানবন্দরের এরোব্রিজে আটকে থাকার অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করেন। তিনি অভিযোগ করেন যে, জল-খাবারের বন্দোবস্ত ছাড়াই তাঁদের তিন ঘন্টা আটকে রাখা হয়েছিল। এদিন টিভি-তারকা সুরভি চন্দনাও বিমান পরিষেবা নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে ওঠার পর তাঁর ব্যাগ পাওয়া যায়নি। বিমানকর্মীদের সঙ্গে বচসার পর প্রায় একদিন পর তিনি ব্যাগটি পেয়েছিলেন।
এই পরিস্থিতিতে সোনু সুদ টুইটারে একটি পোস্ট করেন। তিনি বলেন, “শীতে কুয়াশার কারণে বিমান পরিষেবা নিয়মিত রাখাটা চ্যালেঞ্জের। দয়া করে আপনারা বিমানকর্মীদের সঙ্গে সহযোগিতা করুন। আমি নিজেও বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে থাকতে বাধ্য হয়েছি। চেষ্টা করেছি ধৈর্য ধরে অপেক্ষা করতে। জানি ব্যাপারটা সহজ নয়। তবু আপনারা চেষ্টা করুন।”
সোনু সুদ আরও বলেন, “আবহাওয়ার উপর তো আর মানুষের হাত নেই। ঈশ্বরের মর্জি বোঝা দুষ্কর। তাই বলছি, দয়া করে আপনারাও একটু ধৈর্য ধরুন। বিমানকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে। কিন্তু প্রায়শই দেখছি, অনেকেই তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করছেন। এটা ঠিক নয়। আমাদের বুঝতে হবে, পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তখন কর্তব্যরত কাউকে অসম্মান করাটা উচিত নয়।”
সোনু সুদের এই পোস্টে সারা দেশে ব্যাপক প্রশংসা হয়েছে। অনেকেই তাঁকে “হৃদয়বান মানুষ” বলেছেন। কেউ কেউ আবার রাধিকা আপ্তে এবং সুরভি চন্দনাকেও সমালোচনা করেছেন।
সোনু সুদের এই সহবত শিক্ষা আমাদের সকলের জন্য শিক্ষামূলক। বিপদের সময় ধৈর্য ধরা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের সকলেরই কর্তব্য।