OMG! আইলাইনার-লিপস্টিক লাগিয়ে প্রেমিকার হয়ে পরীক্ষার হলে যুবক! তারপর যা …..ঘটলো?

ফরিদকোটের একটি পরীক্ষা কেন্দ্রে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। অভিযুক্ত যুবকের নাম আংগরেজ সিং। তিনি ফজিলকারের বাসিন্দা।

জানা গেছে, রবিবার বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আয়োজিত মাল্টিপারপাস হেলথ ওয়ারকার্স পরীক্ষা দিতে কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে আসেন আংগরেজ। পরীক্ষা হলে প্রবেশের সময় তার সাজপোশাক দেখে সন্দেহ হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের। পরে বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে তার পরিচয় যাচাই করে জানা যায় যে, তিনি আসলে একজন পুরুষ।

আংগরেজ জানান, তার প্রেমিকা পরমজিৎ কৌর পরীক্ষায় অংশ নিতে পারছিল না। তাই তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। এজন্য তিনি ভুয়ো ভোটার কার্ড এবং আধার কার্ডও তৈরি করেছিলেন।

আংগরেজকে গ্রেফতারের পাশাপাশি পরমজিতের পরীক্ষার অনুমতি বাতিল করা হয়েছে।

এই ঘটনাটি একটি গুরুতর জালিয়াতির ঘটনা। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভুয়ো পরিচয় ব্যবহার করা একটি অপরাধ। এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরীক্ষার নিয়মকানুন আরও কঠোর করার প্রয়োজন।