বিসিবি সভাপতি হতে চান সাকিব, দাবি করলেন ‘সেরা হব’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এরপর থেকেই অনেকেই মনে করছেন এবার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রশাসনেও বদল আসবে।

পাপন বিসিবির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন ২০১৩ সাল থেকে। তাঁর মেয়াদ শেষ হবে আগামী বছর সেপ্টেম্বর মাসে। তবে, মন্ত্রীত্বের সঙ্গে বোর্ড সভাপতি থাকার বিষয়টি সাংঘর্ষিক নয়।

তাছাড়া, ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া দফতরের মন্ত্রিত্ব পেলে কোনও ফেডারেশনের সভাপতিত্ব করা যাবে না এমন কোন নিয়মও নেই। তবুও পাপন চাইছেন বিসিবির সভাপতির পদ ছাড়তে।

পাপনের জায়গায় কে আসবেন তা নিয়ে অনেক জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই চাইছেন বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে বিসিবির সভাপতি করা হোক। অন্যদিকে সাকিব আল হাসানও জানিয়েছেন তিনিও বোর্ডের সভাপতি হতে চান।

সাকিব আল হাসান সাক্ষাৎকারে বলেছেন, “আমি বিশ্বাস করি, আমি যখন বোর্ডে যাব তখন অবশ্যই সেরা সভাপতি হব। পারি আর না পারি সেটা পরের কথা। আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে সেরা কীভাবে হব? তবে পাপনভাই এতদিন অনেক কিছু করেছেন। তার অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই।”

বিসিবির সভাপতি হওয়ার জন্য কাউন্সিলর থেকে পরিচালক পদে নির্বাচিত হতে হয়। তাই সাকিব বা মাশরাফীকে কাউন্সিলের সদস্য হতে হবে।

পাপনের পদত্যাগের পর বিসিবিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।