১৫ মার্চের মধ্যেই মলদ্বীপ থেকে সরাতে হবে ভারতীয় সেনা, দাবি মুইজ্জু সরকারের

লাক্ষাদ্বীপ ইস্যুতে ভারত-মলদ্বীপের মধ্যে টানাপড়েন চলছে। এই পরিস্থিতিতে মলদ্বীপ সরকার ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য চাপ বাড়াচ্ছে। রবিবার মলদ্বীপ সরকার দিল্লিকে একটি চিঠি দিয়ে আগামী ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।
মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু চিনাপন্থী বলে পরিচিত। তিনি ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
গত ডিসেম্বরে দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদী এবং মুইজ্জু বৈঠক করেছিলেন। সেই বৈঠকে দুই নেতার মধ্যে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছিল বলে খবর।। তবে, এখন পর্যন্ত সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
মলদ্বীপ সরকারের সেনা প্রত্যাহারের দাবির প্রেক্ষিতে ভারত সরকারের কী প্রতিক্রিয়া হবে তা এখন দেখার বিষয়।
এদিকে, ভারত-মলদ্বীপ সম্পর্কের অবনতির মধ্যে মলদ্বীপের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন মুইজ্জু। গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচনে ভারতপন্থী বলে পরিচিত অ্যাডাম আজিম জয়ী হয়েছেন। এই নির্বাচনের ফলাফল দেখাচ্ছে যে, মলদ্বীপের জনগণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়।