Weather: দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, ঠান্ডায় কাঁপছে দিল্লিবাসী

ভারতের রাজধানী দিল্লিতে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। রোববার শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। এর আগে গত শনিবার দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এমন পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘন কুয়াশার মধ্যে রোববার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম এবং এই মরসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। গণমাধ্যমটি বলছে, উত্তরে শীতের প্রকোপ তীব্র হয়েছে, যার সঙ্গে রয়েছে ‘খুব ঘন’ কুয়াশা। ভোর ৫টায় পালামে ‘শূন্য’ দৃষ্টিসীমা রেকর্ড করা হয়েছে। এই আবহাওয়া রেল ও বিমান পরিষেবার উভয়ের ওপর প্রভাব ফেলেছে।
এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে ৭৫টিরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে। অন্তত ৭টি ফ্লাইট জয়পুর এবং একটি ফ্লাইট মুম্বাইয়ে ডাইভার্ট করা হয়েছে। আর উত্তরাঞ্চলের রেলওয়ে জানিয়েছে, রোববার সকালে অন্তত ২২টি ট্রেন এক ঘণ্টারও বেশি দেরিতে ছেড়েছে।
দেশটির বার্তা সংস্থা এএনআই দিল্লি বিমানবন্দরের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, কুয়াশার মধ্যে কম দৃষ্টিসীমার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় ঘন কুয়াশার মধ্যে বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে আছে।