SPORTS: ব্যাট হাতে বিধ্বংসী অর্জুন তেন্ডুলকর, মুখরক্ষা করলেন ‘বাবা’ সচিনের

চলতি মরশুমের রঞ্জি ট্রফিতে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের দারুণ ব্যাটিং পারফরম্যান্সে গোয়া এগিয়ে রয়েছে। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৬১৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় গোয়া।
অর্জুন ৭০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। ৬০ বলে তিনি ৬টি চার এবং ৪টি ছক্কা মারেন। এই ইনিংসের ফলে ব্যাট হাতেও নিজের সামর্থ্য প্রদর্শন করলেন অর্জুন। এর আগে তিনি শুধুমাত্র বল হাতে সাফল্য অর্জন করেছিলেন।
গোয়ার হয়ে আরও একটি মারকাটারি ইনিংস খেলেন সূযশ প্রভুদেশাই। ১৯৭ রানের একটি ইনিংস খেলেন তিনি। মাত্র ৩ রানের জন্য তিনি হাতছাড়া করলেন ডবল সেঞ্চুরি। তাঁর এই ইনিংসে ১৮টি বাউন্ডারি এবং একটি ছক্কা রয়েছে।
দীপরাজ গোনাকর ১১৫ রানের একটি ইনিংস খেলেন।
চণ্ডীগড়ের ব্যাটিংও ভালো হচ্ছে
গোয়ার বিরুদ্ধে এই ম্যাচে ব্যাট করতে নেমে চণ্ডীগড়ও যথেষ্ট বুঝেশুনে ব্যাটিং করেছে। দিনের শেষে ১ উইকেট হারিয়ে তারা ৭৩ রান করে ফেলেছিল। ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। চণ্ডীগড় আপাতত ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে। যদিও গোয়ার থেকে তারা এখনও ৪৭৩ রানে পিছিয়ে রয়েছে। আরসালান খান ৭৫ রানে ব্যাট করছেন। আর অর্পিত পান্নু ব্যাট করছেন ৯ রানে। ইতিমধ্যে একটি উইকেটও অর্জুন শিকার করেছেন।
আইপিএল-এ অর্জুন তেন্ডুলকরের লজ্জার রেকর্ড
অর্জুন তেন্ডুলকরের নামের পাশে একটি লজ্জার রেকর্ড যোগ হয়েছে। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ডেবিউ করেছিলেন অর্জুন। বাঁ-হাতি এই পেস বোলার গত বছর আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন। এই ম্যাচে এক ওভারে ৩১ রান খরচ করে এসেছিলেন।
২০২৩ আইপিএল টুর্নামেন্টের ৩১তম ম্যাচে অর্জুন ইনিংসের ১৬ এবং নিজের তৃতীয় ওভার করতে এসেছিলেন। এই ম্যাচে পঞ্জাবের অন্তবর্তীকালীন অধিনায়ক স্যাম কারেন এবং হরপ্রীত ভাটিয়া অর্জুনের ওই ওভারে ৩১ রান তুলে নেন।
২০২৩ আইপিএল টুর্নামেন্টে অর্জুনই এক ওভারে সবথেকে বেশি রান দিয়েছিলেন। সেইসঙ্গে গুজরাট টাইটান্সের পেসার যশ দয়ালকেও এই লজ্জার রেকর্ডে স্পর্শ করেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে যশ ৩১ রান দিয়েছিলেন।