লাইনে বড় ফাটল, ছুটির দিনেও ব্যান্ডেল-হাওড়া রুটে হয়রানির শিকার যাত্রীরা

মানকুন্ডু স্টেশনে ডাউন লাইনে ফাটল দেখা দেয় সকাল ন’টা পনেরো নাগাদ। খবর পেয়ে রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতির কাজ শুরু করেন।
ফাটল সায়মিকভাবে মেরামতের পর ৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো শুরু হয়। তবে, স্থায়ীভাবে ট্র্যাক পাল্টানোর কাজ শুরু হলে ডাউন লাইনে ট্রেন ব্লক থাকবে বলে জানা গেছে।
রেল কর্মীরা জানান, ঠান্ডার সময় লোহার ট্রাকে টান পরে ফাটল ধরে। কয়েকদিন আগে শেওড়াফুলিতেও একই রকম ফাটল দেখা গিয়েছিল।
রেলকর্মী শুকদেব মণ্ডল বলেন, ‘লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। ইমারজেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন ধীর গতিতে চলাচল করছে। স্থায়ীভাবে যখন ট্র্যাক পাল্টানো হবে তখন ডাউন লাইনে ট্রেন ব্লক থাকবে।’
ঘটনার জেরে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যহত হয়। রিভার্স লাইন দিয়ে ট্রেন চলাচল করায় যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত লাইন মেরামতির কাজ শেষ করা হবে।