SPORTS: রাহুল দ্রাবিড়ের কথা না শোনার ফল? রাহুলই শাস্তি দিলেন ‘অবাধ্য’ ঈশান কিসানকে

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটো ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নির্বাচকরা এই সিরিজে ঈশান কিষানকে দলে রাখার পরিবর্তে ধ্রুব জুরেলকে সুযোগ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে ঈশান কিষানের টেস্ট দলে প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়েছে।
রাহুল দ্রাবিড়ের মন্তব্যের পর ঈশান কিষানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রাবিড় জানিয়েছিলেন যে ঈশান কিষান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে মানসিক ক্লান্তির কারণে বিশ্রাম নিয়েছিলেন। তবে তিনি এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেননি।
ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন যে ঈশান কিষান এখনও পর্যন্ত রনজি ট্রফিতে খেলার ব্যাপারে কিছু জানায়নি। তিনি খেলার ব্যাপারে কিছু জানালেই, ঝাড়খণ্ড দলের প্রথম একাদশে তাকে জায়গা করে দেওয়া হবে।
দ্রাবিড়ের মন্তব্যের পর স্পষ্ট হয়ে গেছে যে ঈশান কিষান যদি রনজি ট্রফিতে নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে তার টেস্ট দলে প্রত্যাবর্তন কঠিন হবে।
ধ্রুব জুরেলের টেস্ট দলে সুযোগ পাওয়ার ফলে ভারতীয় ক্রিকেট দলে উইকেটকিপারদের প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। জুরেলের পাশাপাশি ভারতীয় দলে রয়েছেন ঋষভ পন্ত এবং পৃথ্বী শ।