‘সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতির প্রয়োজন’, ফের বার্তা দিলেন অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “বাংলার মূল ইস্যু ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ানো। প্রয়োজনে প্রতিরোধ হোক। বাংলার ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি ছেড়ে বাংলায় নিরপেক্ষ রাজনীতির প্রয়োজন রয়েছে। যদি ধর্মনিরপেক্ষ রাজনীতি পরাজিত হয় সেক্ষেত্রে তা চরম ভুল হবে। বাংলার একতার চরিত্র কোনওভাবেই হারাতে দেওয়া যাবে না।”

অমর্ত্য সেন তার দাদু ক্ষিতিমোহন সেনের কথা স্মরণ করে বলেন, “তিনি আমাকে বুঝিয়েছিলেন, হিন্দু এবং মুসলিম ঐক্যের বিষয়টি প্রাথমিকভাবে একে অপরকে সহ্য করা নয়। তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বটা একসঙ্গে কাজ করার।”

অমর্ত্য সেনের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাম মন্দির উদ্বোধনের কথা মাথায় রেখেই এই মন্তব্যকে কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হিসেবে দেখেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাম মন্দির উদ্বোধন নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “আমি সেই উৎসবে বিশ্বাস করি যা সকলকে নিয়ে চলে। যা একতার কথা বলে।”

এদিকে, রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন চার শঙ্করাচার্য। তারা বলেছেন, “রাম মন্দির উদ্বোধন একটি ভুল পদক্ষেপ। এটি সনাতন ধর্মের বিরোধী।”

রাম মন্দির উদ্বোধনের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অমর্ত্য সেনের এই মন্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।