উত্তপ্ত লাল সমুদ্র! হুথি-হানা থেকে বাঁচতে চিনা জাহাজ ধরলো ছদ্মবেশ?

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লোহিত সাগরে তাণ্ডবের মধ্যে, বাণিজ্য রক্ষায় বিদেশি জাহাজের ‘চিনা ছদ্মবেশ’ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচটি বিদেশি পণ্যবাহী জাহাজকে চিনা পতাকা লাগানো এবং চিনা ক্রু নিয়ে লোহিত সাগরে চলাচল করতে দেখা গেছে।

ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, গাজ়ার যুদ্ধে হামাসের পাশে থাকার বার্তা দিয়েই লোহিত সাগরে ইজ়রায়েল বন্ধু দেশের জাহাজগুলিকে টার্গেট করছে হুথি। তবে এমনও বেশ কয়েকটি ক্ষেত্রে কিছু পণ্যবাহী জাহাজকে হুথি নিশানা করেছে, যাদের সঙ্গে আদৌ ইজ়রায়েলের কোনও সম্পর্ক নেই।

এই পরিস্থিতিতে, বাণিজ্য রক্ষায় বিদেশি জাহাজগুলি হুথিদের টার্গেট থেকে বাঁচতে চিনা ছদ্মবেশ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, শুক্রবার ভোররাতে হুথি গোষ্ঠীর একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইউএস ও ইউকে-র এয়ারস্ট্রাইক। শুধু লোহিত সাগরে নয়, ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী আল হুদাইদাহ থেকেও আমেরিকা-ব্রিটেনের হামলার জেরে প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

খোদ ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়ে বলেন, ‘আজ ইউএস ও ইউকের সেনাবাহিনী একযোগে অস্ট্রেলিয়া, বাহারিন, কানাডা, নেদারল্যান্ডসের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনে হুথিদের একাধিক টার্গেট গুঁড়িয়ে দিয়েছে। এই গোষ্ঠী বিশ্বের স্বাধীন ও গুরুত্বপূর্ণ জলপথে বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। এই বিপদ কাটাতেই হবে। প্রয়োজনে হামলার ঝাঁজ আরও বাড়বে।’

অন্য দিকে, হুথি বিদ্রোহীরাও আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার হামলার ‘জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।