“গেরুয়া দেখলেই ক্ষেপে যান মমতা!”-সাধু নিগ্রহ নিয়ে কটাক্ষ রাম মন্দিরের প্রধান পুরোহিতের

পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় গঙ্গাসাগরগামী পাঁচজন সাধুকে বেধড়ক মারধর এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

জানা গেছে, উত্তর প্রদেশের বেরিলির বাসিন্দা ওই পাঁচ সাধু গঙ্গাসাগরে পুণ্যস্নান করার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। রাঁচিতে জগন্নাথ মন্দির দর্শন করার পর তারা পুরুলিয়া যান। গৌরাঙ্গধি এলাকায় একটি স্থানীয় কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য তাদের গাড়ি থামে। সেখানে তিনজন মেয়েকে কালী মন্দিরের দিকনির্দেশ জিজ্ঞাসা করেন তারা। তবে ভাষার সমস্যার জন্য কথা কাটাকাটি হয়। মেয়েরা ভাবেন তাঁদের ফলো করছেন সাধুরা। এতে স্থানীয়রা ক্ষেপে যান। মেয়েদের হুমকি দেওয়া হচ্ছে ভেবে বচসা জুড়ে দেন। একটি দুর্গা মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা গিয়েছে, একদল জনতা সাধুদের হেনস্থা করছেন। শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে তাঁদের। একজন সাধু অভিযোগ দায়ের করে। তারপরই ঘটনার তদন্তে নেমে ১২ জনকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাম মন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি বলেন, “গেরুয়া রং দেখলেই তেলেবেগুনে জ্বলে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই কেউ কেউ ওঁকে মুমতাজ খান বলে ডাকেন। রাম নবমীর দিনও ঠিক একইভাবে ধর্মীয় শোভাযাত্রার উপর হামলা হয়েছিল বাংলায়। এই ধরণের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”