গঙ্গাসাগরে যাওয়ার পথে ৩ সাধুকে গণপিটুনির অভিযোগ, সরব হলো BJP

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় গঙ্গাসাগরগামী তিন সাধুকে গণপিটুনির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা তাদের অপহরণকারী ভেবে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
জানা গেছে, উত্তরপ্রদেশের বেরিলির বাসিন্দা ওই তিন সাধু। তারা গঙ্গাসাগরে পুণ্যস্নান করার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। রাঁচিতে জগন্নাথ মন্দির দর্শন করার পর তারা পুরুলিয়া যান এবং সেখান থেকে তাদের গঙ্গাসাগরে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু, এরই মধ্যে বেশ কিছু গুজব ছড়ায়। অভিযোগ, কাশীপুরের কাছে গুজবের জন্য কয়েকজনের হাতে তারা আক্রান্ত হয়েছিলেন। যদিও খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয় বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সাধুদের উপর হামলা এই ঘটনার আরেকটি উদাহরণ।”
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি নেতা জ্যোতির্ময় মাহাতো। তিনি বলেন, “সাধুদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তৃণমূল সরকার দায়ী।”
#WATCH | West Bengal: BJP MP Jyotirmay Singh Mahato met sadhus who were assaulted by a mob in Purulia district. pic.twitter.com/uPyysI6NDp
— ANI (@ANI) January 13, 2024
শাসক দলের মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন সাধুরা তিনটি মেয়েকে অপহরণ করার চেষ্টা করছিলেন। ফলত তারা সাধুদের উপর আক্রমণ করেন। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ আসে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ তার কাজ করছে।”