এ যেন শাপে বর! রাস্তার গর্তে অ্যাম্বুল্যান্স পড়তেই বেঁচে উঠলেন মৃত রোগী, খুশি রোগীর পরিবার

হরিয়ানার কর্নালের নিসিংয়ে ৮০ বছরের এক বৃদ্ধ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। বৃদ্ধ দর্শন সিং ব্রারকে মৃত বলে ঘোষণা করেছিল চিকিৎসকরা। পাটিয়ালা থেকে কর্নালের কাছে বাড়িতে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হচ্ছিল তাঁর দেহ। বাড়ির সদস্যদের চোখে-মুখে তখন বিষন্নতার ছাপ। কান্নার রোল উঠেছে। শেষকৃত্যের জন্য কাঠ জোগার করে আনছিলেন কয়েকজন।

বাড়িতে মৃতদেহ ঢোকানোর কিছুক্ষণ আগেই অ্যাম্বুল্যান্সের চাকা গর্তে ঢুকে যায়। বেশ জোরে ঝাঁকুনি হয় অ্যাম্বুলেন্সটিকে। অ্যাম্বুলেন্সে দাদুর দেহ আঁকড়ে বসেছিলেন তাঁর বড় নাতি। হঠাৎই তিনি লক্ষ্য করেন গর্তে গিয়ে অ্যাম্বুলেন্সটিতে প্রবল ঝাঁকুনি হওয়ার পর একটি হাত নড়ে ওঠে দাদুর। দেখেন, ধুকপুক করছে হার্টও। সঙ্গে সঙ্গে অ্য়াম্বুলেন্স চালককে কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে বলেন তিনি। চিকিৎসকরা জানান, বৃদ্ধ বেঁচে রয়েছেন।

দর্শনের এক নাতি বলওয়ান সিং জানিয়েছে, ৮০ বছরের দাদু কর্নালের নিসিংয়ে একটি বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরেই তাঁর শরীর ভালো যাচ্ছিল না। বলওয়ানের ভাই তাঁকে পাটিয়ালার এক হাসপাতালের ভর্তি করান দাদুকে। চারদিন ধরে সেই হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন দাদু। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা ঘোষণা করেন দর্শনের মৃত্যু হয়েছে। ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে মৃত ঘোষণা হয় তাঁকে।

বলওয়ান সিংয়ের কথায়, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমার ভাই দাদুর প্রয়াণের খবর জানায়। নিসিংয়ে শেষকৃত্যের জন্য আমার ভাই একটি অ্যাম্বুল্যান্সে করে দাদুর দেহ নিয়ে আসছিল। দাদুর প্রয়াণের খবর তখন আমরা মোটামুটি সব আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীকে জানিয়ে দিয়েছি। বাড়ির সামনে শেষকৃত্যের তখন সকলে অপেক্ষা করছেন। দাহ কাজ করার জন্য তখন কাঠও আনতে গিয়েছেন কয়েকজন। হঠাৎই মিরাকেল।’

হরিয়ানার কইঠালে ধন্দ গ্রামের কাছে রাস্তায় গর্তে পড়ে অ্যাম্বুল্যান্সে চাকা ঢুকে গিয়ে বেশ জোরেই ঝাঁকুনি হয়। এই সময় বলওয়ানের ভাই লক্ষ্য করেন দাদুর একটি হাত সামান্য নড়াচড়া করছে। বুকের উপর কান পেতে হার্টবিটের আওয়াজও শুনতে পান। সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুলেন্স চালককে কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও বেঁচে রয়েছেন দর্শন। তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। প্রথমে নিসিংয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। এরপর তাঁকে কর্নালের এনপি রাওয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে বৃদ্ধের অবস্থা সংকটজনক। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।