BigNews: ৩ টের বেশি সন্তান হলে মিলবে না প্রকল্পের সুবিধা! চলতি বছরেই অসমে চালু হচ্ছে UCC

অসম সরকার নতুন বছর শুরুতেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। রাজ্যে অভিন্ন নাগরিক কোড (UCC) চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে, এই আওতা থেকে আদিবাসীদের বাইরে রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গুয়াহাটিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরাখণ্ড এবং গুজরাটের UCC-র মডেল দেখে অসমের জন্য একটি আলাদা মডেল তৈরি করা হবে। সেই মডেলে আদিবাসীদের স্বার্থ সুরক্ষিত করা হবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে আদিবাসীদের বাইরে রাখার সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন তুলেছেন।

জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া নীতি

অসম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া নীতি নিয়েছে। দুয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি মিলবে না। এ বার অসমের গ্রামাঞ্চলে মহিলাদের ক্ষমতায়নের জন্য যে নতুন প্রকল্প আনা হয়েছে, তাতেও শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনের বেশি সন্তান থাকলে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আর আদিবাসী এবং জনজাতি মহিলাদের যদি চারের বেশি সন্তান থাকে, সে ক্ষেত্রে তাঁদেরও এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

UCC চালুর পক্ষে প্রধানমন্ত্রীর সওয়াল

গত বছর জুন মাসে বিজেপির বুথ কর্মীদের এক সভায় UCC নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যগুলির প্রতি জানিয়েছিলেন আবেদন। প্রধানমন্ত্রীর এই সওয়ালের পরেই উত্তর-ভারতের কয়েকটি রাজ্য থেকে করা হয়েছিল প্রতিবাদ।

এটি চালু হলে, উপজাতি সম্প্রদায়ের মানুষের স্বার্থ উপেক্ষিত হবে বলে অভিযোগ করা হয়েছিল। নাগাল্যান্ড সরকারের একটি প্রতিনিধি দল UCC চালু না করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ-ও করেছিল। তবে, সেই সময় উপজাতিতে স্বার্থ সুরক্ষিত করা হবে বলে নাগাল্যান্ড সরকারের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অসমের কত শতাংশ উপজাতি

২০১১ সালের আদমশুমারি অনুসারে অসমে জনসংখ্যার ১২.৪৫ শতাংশ হচ্ছে উপজাতি। তিনটি স্বায়ত্তশাসিত আঞ্চলিক পরিষদ এবং উপজাতি সম্প্রদায়ের জন্য ৬টি স্বায়ত্তশাসিত কাউন্সিল রয়েছে। অসমের উপজাতিদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতির উন্নয়নের জন্য স্বায়ত্তশাসিত পরিষদ এবং কাউন্সিল গঠন করা হয়েছিল।

সম্প্রতি লোকসভা ভোটের আগে সিএএ চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে বিজেপি শাসিত তিন রাজ্যে UCC চালুর সিদ্ধান্ত, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।