ইডি অভিযান নিয়ে মুখ খুললেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়, যুব সমাজের উদ্দেশে দিলেন বিশেষ বার্তা

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়ের বাড়ি, অফিসে ইডি অভিযান নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার খড়দার রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে কথা বলার সময় ইডি অভিযান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি জানি না। আজকে এই সম্পর্কে কোনও মন্তব্য করব না। দয়া করে আমাকে এসব প্রশ্ন করবেন না।”

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “বিবেকানন্দের চিন্তা, ভাবনা, দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক। বিভিন্ন সময় একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আজকের দিনে রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভাল।”

যুব সমাজের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “ভাল এবং মন্দের তফাতটা ভাল করে করতে হবে। এই তফাত করে ভালটা বেছে নিতে হবে আজকের প্রজন্মকে। স্বামীজি যে সময় এসব চিন্তাভাবনা করতেন সেটা আজকের নয়, তখন ভারত স্বাধীন হয়নি। কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়ার উচিত ছিল। সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস।”