ব্যাট হাতে নেটে সূর্যকুমার যাদব, কবে মাঠে ফিরবেন এই তারকা ব্যাটার?

টিম ইন্ডিয়ার তারকা টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের জাতীয় দলে প্রত্যাবর্তন আপাতত অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মাসে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরেই রয়েছেন। বিসিসিআই-এর মেডিকেল টিম পরীক্ষা করে জানিয়ে দিয়েছিল, তাঁকে ৭-৮ সপ্তাহের জন্য পাওয়া যাবে না।
সূর্য বর্তমানে এনসিএ-তে তাঁর ফিটনেস নিয়ে কাজ করছেন। তিনি ইতিমধ্যেই নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। তবে তিনি এখনও পুরোপুরি ফিট নন। যদিও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, কিন্তু আইপিএলের শুরুতেই তিনি পূর্ণ ফিটনেস পাবেন কিনা তা নিশ্চিত নয়।
সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের জন্যও সমস্যা হতে পারে। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁর পরিবর্তে যারা খেলবেন, তাদের উপর অনেক চাপ পড়বে।
এদিকে, হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের চিত্রটি অনেকটাই পরিষ্কার হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি আইপিএলের মাধ্যমেই ফিরবেন এবং এবার তিনি মুম্বই দলের অধিনায়কত্ব করবেন। তবে রোহিত শর্মার ভক্তরা এই সিদ্ধান্তে খুশি নন। তারা মনে করছেন, হার্দিক অধিনায়কত্বের জন্য উপযুক্ত নন।