সেজে উঠেছে জগন্নাথধাম, পুরীর হেরিটেজ করিডরের উদ্বোধনে নিরাপত্তা জোরদার

আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত পুরীর হেরিটেজ করিডর। এই অনুষ্ঠানকে ঘিরে পুরীর জগন্নাথধাম সেজে উঠেছে। নিরাপত্তার জন্য জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৭ জানুয়ারি দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ পুরীর হেরিটেজ করিডরে প্রথম পরিক্রমা করবেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তারপর বেলা ৩টের পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই হেরিটেজ করিডর।
নিরাপত্তার জন্য পুরীর সেন্ট্রাল রেঞ্জের IG আশিস সিং জানিয়েছেন, ১৭ জানুয়ারির বিশেষ অনুষ্ঠানের জন্য জগন্নাথ মন্দিরের চারপাশে দু’রকমের নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হবে। একটি নিরাপত্তা ব্যবস্থা ১৬ তারিখ পর্যন্ত বহাল থাকবে। গ্র্যান্ড অনুষ্ঠানের দিন রাখা হয়েছে অন্য এক ধরণের নিরাপত্তা ব্যবস্থা। পাঁচজন অতিরিক্ত SP পদমর্যাদার অফিসারের সঙ্গেই থাকবে ৪৪টি প্ল্যাটন পুলিশ। ১০ জন DSP ব়্যাঙ্কের অফিসার, ৩০ জন ইনস্পেক্টর, নিরাপত্তারক্ষীদের সুপারভাইজার, ট্রাফিক এবং অন্যান্য আয়োজনের দায়িত্বে থাকা আধিকারিকরা। ১৬ তারিখ ফুল-প্রুফ সিরিউরিটি প্ল্যান জানিয়ে দেওয়া হবে পুলিশের তরফে। উদ্বোধন অনুষ্ঠান পর্যন্ত এই সমস্ত পুলিশ মোতায়েন থাকবে পুরীর শ্রীমন্দিরের চারপাশে।
পাঁচটি জায়গায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্দিরে আসা ভক্তদের জগন্নাথ দর্শনে যেন কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হবে। নবনির্মিত পরিক্রমা করিডরের চারপাশে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। জগন্নাথ মন্দিরের প্রতিটি গেটে থাকবে সিকিউরিটি। এই নিরাপত্তা ব্যবস্থায় থাকছে ১৩৫টি CCTV, বম্ব স্কোয়াড, অ্যান্টি স্যাবটাজ এবং নজরদারি টিম। স্পেশ্যাল ট্রেনিং প্রাপ্ত অফিসার এবং K9 স্কোয়াডের তিনজন আধিকারিকও উপস্থিত থাকবেন হেরিটেজ করিডরের উদ্বোধন অনুষ্ঠানে। ফেশিয়াল রেকগনিশন এবং আই টেকনোলজির ব্যবহার করা হবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে।
পুরীর হেরিটেজ করিডরের উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। তাই নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।