অতিরিক্ত চাটনি চাওয়ায় গ্রাহককে ছুরিঘাত, গ্রেফতার মোমো বিক্রেতা

দিল্লির শাহদারা ফরশ বাজার এলাকায় একটি মোমো দোকানে অতিরিক্ত চাটনি চাওয়া নিয়ে বচসার একপর্যায়ে ক্রেতাকে ছুরিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ক্রেতা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার সন্দীপ হেডগেওয়ার নামে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি শাহদারা ফরশ বাজার এলাকার একটি মোমো দোকানে মোমো খেতে গিয়েছিলেন। মোমো কেনার সময় বিক্রেতা বিকাশ তাঁকে চাটনি দিলেও, ক্রেতা বেশি করে চাটনির দাবি করেছিলেন বলে অভিযোগ। চাটনি কম আছে বলে সন্দীপকে জানিয়েছিলেন বিকাশ।

অতিরিক্ত চাটনি না দেওয়াকে কেন্দ্র করে বিকাশ ও সন্দীপের মধ্যে শুরু হয় বচসা। বচসা চরম আকার নিলে, বিক্রেতা বিকাশ ছুরিকাঘাত করে বলে পুলিশ জানিয়েছে। মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েছিলেন সন্দীপ। তাঁকে পড়ে যেতে দেখতে পেয়ে আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে। সঙ্গে সঙ্গে সন্দীরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

ছুরিকাঘাতের পরেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিলেন মোমো বিক্রেতা বিকাশ। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিকাশকে গ্রেফতার করা হয়েছে। এরই পাশাপাশি ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে রাজধানীর পুলিশ।