T-20- বিশ্বকাপে আদৌ খেলবেন কি সামি? ফাঁস হলো BCCI-এর গোপন প্ল্যান!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-২০ ক্রিকেটে কামব্যাক করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে এই দুই ব্যাটারের পারফরম্যান্সের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। তবে প্রথম টি-২০ ম্যাচে বিরাট কোহলি খেলতে পারবেন না ব্যক্তিগত কারণে।

এদিকে, আরেকটি বিস্ফোরক খবর শোনা যাচ্ছে। মহম্মদ সামিও টি-২০ ক্রিকেটে কামব্যাক করতে পারেন। বিসিসিআই সামির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবে।

সামি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ২০২৩ আইপিএল টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেট শিকার করেন তিনি। এর পাশাপাশি সম্প্রতি একদিনের ক্রিকেট বিশ্বকাপেও সর্বাধিক ২৪ উইকেট শিকার করেন।

সামি নিজেও টি-২০ বিশ্বকাপে খেলতে চান। সম্প্রতি তিনি জানিয়েছেন যে স্বপ্নেও তিনি টি-২০ বিশ্বকাপের কথাই চিন্তাভাবনা করতে থাকেন। যদি তিনি সুযোগ পান, তাহলে অবশ্যই খেলবেন।

ফলে, বিরাট-রোহিত-সামির টি-২০ কামব্যাকের সম্ভাবনা তৈরি হয়েছে। এটি ভারতীয় দলের জন্য একটি বড় সুখবর।