সুপ্রিম কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক, বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি

তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আবেদনে তিনি অভিযোগ করেছেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই প্রেক্ষিতে বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, কেন রাজ্যপাল হস্তক্ষেপ করছেন না, সেই বিষয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। পাশাপাশি দুর্নীতির মামলার তদন্ত ঠেকানোর জন্য রাজ্য কত টাকা খরচ করেছে, সেই হিসাবও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য বিচারপতির নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে। তিনি আবেদনে উল্লেখ করেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি নিরপেক্ষভাবে হবে না।

এদিকে, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা চলছে। এই মামলার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান সামনে আনার কথা বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার তাঁর এজলাস থেকে মামলা সরানোর জন্য আবেদন করা হল সর্বোচ্চ আদালতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন, যাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ তৈরি করে দেন। সেই বেঞ্চেই এই মামলাগুলির শুনানি হোক।