‘অপরাধী’ ছিল আরমান আলিফের হিট গান, এরপর আর কোনও গান হিট হল না কেন? কারণ জানালেন গায়ক

২০১৮ সালের জুলাইয়ে প্রকাশ পাওয়া ‘অপরাধী’ গানটি দিয়ে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছান তরুণ গীতিকার-সুরকার আরমান আলিফ। ওই গানটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু তারপর আরমান আলিফের আর কোনো গান হিট হয়নি।
‘অপরাধী’ গানটি প্রকাশের পর আরমান আলিফের গাওয়া ৫০টির বেশি গান প্রকাশ পেয়েছে। কিন্তু কোনো গানই ‘অপরাধী’র মতো সাফল্য পায়নি। এই বিষয়ে আরমান আলিফ বলেন, “একটা মানুষের মধ্যে কথা তো নির্দিষ্ট থাকে। আমার ভেতরে হয়ত কথার ডালি কমে গিয়েছে। এখন আমি আবার মনের মধ্যে কথা জমাচ্ছি। আবার গান লিখছি। সেগুলো প্রকাশ পেলে হয়ত আবার গান হিট হবে।”
আরমান জানান, অন্যদের মতো ভালো গান লিখতে পারেন না তিনি। তিনি বলেন, “যাঁদের গান নিয়মিত হিট হয় তাঁরা লিজেন্ড। তাঁরা ভালো ভালো কথার গান সব সময় লিখতে পারেন। সেই গানের সুরও ভালো হয়। কিন্তু আমার ভেতরে যা আছে সেটা দিয়েই গান লিখছি। যতটুকু পারছি ততটাই আমি চেষ্টা করছি।”
চলতি বছরের প্রথম দিনে ‘ভাবতে পারি না’ শিরোনামের আরমানের নতুন একটি গান প্রকাশ পেয়েছে। সেই গানটিতে ভালো সাড়া পেয়েছেন তিনি। আরমান বলেন, “ভালোই সাড়া পাচ্ছি। সবাই তো পছন্দ করছেনই।”
গান না শিখেই রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছানো আরমান আলিফ এখনও গান শিখছেন না। তিনি বলেন, “গান শিখতে হলে অনেক সময় লাগে। এখন আমার পড়াশোনা চলছে। তাই গান শেখার সময় হয় না। তবে ভবিষ্যতে গান শিখতে চাই।”
আরমান আলিফের ইচ্ছা আছে সিনেমায় গান করার। তিনি বলেন, “সিনেমায় গান করা আমার স্বপ্ন। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই করব।”