সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক ৪ দিনের মধ্যেই প্রতিক্রিয়া জানাল। রাজ্যের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলা হয়। ইটের আঘাতে বেশ কয়েকজন ইডি আধিকারিক আহত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়।
এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি জানান। তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ইডি আধিকারিকদের উপর হামলা এই পরিস্থিতির বহিঃপ্রকাশ।
ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, রাজ্যে তদন্ত করতে এসে কেন ইডি আধিকারিকদের উপর হামলা হতে হল? রাজ্য পুলিশ কেন কোনও ব্যবস্থা নিল না? এই প্রশ্নের উত্তর দিতে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
এদিকে, সন্দেশখালির ঘটনায় ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছে ইডি। অভিযোগে বলা হয়েছে, সরকারি আধিকারিকদের গায়ে হাত তোলা, সরকারি সম্পত্তি নষ্ট, মোবাইল, প্রয়োজনীয় কাগজপত্র চুরির মতো অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনার পর রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।