ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটল, দেশটির ইতিহাসে প্রথম সমকামী ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গ্যাব্রিয়েল অ্যাটলের নাম ঘোষণা করা হয়েছে। তিনি দেশটির ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী। ৩৪ বছর বয়সী এই তরুণ নেতা ফ্রান্সের শিক্ষামন্ত্রী ছিলেন।

গত সোমবার প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রীর নাম নিয়ে জল্পনা শুরু হয়। এরপরেই প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রঁ অ্যাটলকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।

অ্যাটল ফরাসি রাজনীতিতে ম্যাক্রঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। কোভিড মহামারির সময় তিনি সরকারের প্রধান মুখপাত্র ছিলেন। সম্প্রতি ফ্রান্সের জনমত সমীক্ষায় দেশের অন্যতম সেরা রাজনীতিবিদ হিসেবে তুলে ধরা হয়েছিল তাঁকে।

২০২২ সালে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রঁর দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছিল। সরকার গঠন করলেও, পদে পদে হতে হচ্ছিল বাধার সম্মুখীন। অ্যাটলকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে, সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হল বলে মনে করা হচ্ছে।

অ্যাটলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার পর ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অ্যাটলকে নতুন সরকার গঠনে আহ্বান জানানো হয়েছে। নতুন সরকার দেশের মানুষের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাপ্রকাশ করা হয়েছে।

অ্যাটল ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রুয়েনে জন্মগ্রহণ করেন। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেন। ২০১৬ সালে ম্যাক্রঁর রাজনৈতিক দল রেনসাঁর সদস্য হন।

অ্যাটল ২০১৭ সালের জাতীয় নির্বাচনে ম্যাক্রঁর নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন। ২০১৮ সালে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

অ্যাটল একজন উদারপন্থী রাজনীতিবিদ। তিনি শিক্ষা, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ নিতে চান।