চেষ্টা করেছেন ট্রায়াল দেরি করার, নিয়োগ দুর্নীতি মামলায় তাপস-কুন্তল-নীলাদ্রির বিরুদ্ধে চার্জ ফ্রেমের নির্দেশ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপস কুমার মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে দ্রুত চার্জ ফ্রেমের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পার্থ সেন এবং কৌশিক মাঝির বিরুদ্ধেও দ্রুত চার্জশিট দিতে বলা হয়েছে।

আজ, মঙ্গলবার (৯ জানুয়ারি) আদালতে মামলার শুনানিতে সিবিআই জানায়, এই তিনজন অভিযুক্ত চার্জশিট দেরি করার চেষ্টা করেছেন। এতে চার্জশিট জমা দেওয়া ছয় মাস পিছিয়ে গেছে। বিচারপতি এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বলেন, এই তিনজন নিম্ন আদালতে কোনও আবেদন করলে তা হাইকোর্টে জানাতে হবে। নিম্ন আদালত সেগুলি শুনতে পারবে না।

সিবিআই জানায়, এই তিনজন দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী ১১ জানুয়ারি সিবিআই অগ্রগতি রিপোর্ট দেবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করেছিলেন রাকেশ মণ্ডল নামে এক প্রার্থী। মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের অভিযোগ, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিস্তর দুর্নীতি করা হয়েছিল। কোন অতিরিক্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি। মামলায় গত ২১ ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই।

আদালত সূত্রের জানা গিয়েছে, গত ১৪ ডিসেম্বর জহিরউদ্দিন শেখ, টাইগার হোসেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাপস কুমার মণ্ডল, নীলাদ্রি ঘোষ, কুন্তল ঘোষদের নামে নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তবে এখনও অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়নি। সেই কারণে দ্রুত চার্জ ফ্রেম করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারির আগে চার্জ ফ্রেম করার নির্দেশ দেওয়া হয়েছে।