ফের একবার জোরাল ভূমিকম্প, নতুন বছরের শুরুতেই কাঁপল জাপান

২০২৪ সালের শুরুটা মোটে ভালো যাচ্ছে না জাপানের। বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠেছিল এই দেশ। ঠিক ন’দিনের মাথায় আবার কম্পন। মঙ্গলবার নতুন করে কেঁপে উঠল জাপান। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬।

মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হল জাপানের মধ্যবর্তী অংশে। এদিন স্থানীয় সময় ভোর ৬টা বেজে ৬ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। উৎসস্থল ছিল জাপানের হনসুর নিগাতা প্রদেশ। এটিও জাপানের একটি উপকূলবর্তী প্রদেশ। জোরাল কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চলে। যদিও এবার আর কোনও সুনামি ওয়ার্নিং জারি করা হয়নি।

গত ১ জানুয়ারির ৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপান ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপের উপকূলে আঘাত হানে এই ভূমিকম্প। এর ফলে শতাধিক মানুষ নিহত হয় এবং বহু মানুষ আহত হয়। এছাড়াও, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় এই দেশে ঘন ঘন ভূমিকম্প হয়। এই অঞ্চলটিতে পৃথিবীর প্রায় ৮০% ভূমিকম্প হয়।

ভূতত্ত্ববিদদের মতে, জাপানে আগামীতেও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। তাই দেশটিতে ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।