‘সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি’, জয়শংকরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মলদ্বীপের সাংসদ জাহিদ রামিজ

মঙ্গলবার ছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের জন্মদিন। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন মলদ্বীপের সাংসদ জাহিদ রামিজ।
গত সপ্তাহে লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন রামিজ। এতে ভারত-মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা দেখা দিয়েছিল।
রামিজের শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, “জনাব জয়শংকর, আপনার জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। চলতি বছরে আপনার কূটনৈতিক সাফল্য কামনা করি।”
রামিজের এই শুভেচ্ছা বার্তায় ভারত-মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা কাটতে পারে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মলদ্বীপের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রামিজের শুভেচ্ছা বার্তায় ভারতের প্রতি তার সম্মানের প্রকাশ ঘটেছে। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির সুযোগ তৈরি হতে পারে।
অপরদিকে, অন্য একাংশ মনে করছে, রামিজের শুভেচ্ছা কেবলমাত্র একটি প্রটোকল। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কোনও সুনির্দিষ্ট প্রভাব পড়বে না।
যাই হোক না কেন, রামিজের শুভেচ্ছা বার্তায় ভারত-মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মলদ্বীপে ক্ষোভের সঞ্চার হয়েছে। দেশটির সাংসদ ইভা আবদুল্লাহ প্রধানমন্ত্রী মোদীর প্রতি আপত্তিকর মন্তব্যের জন্য মলদ্বীপের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, ভারতীয় পর্যটকরা মলদ্বীপে যাওয়ার সমস্ত বুকিং বাতিল করে দিয়েছেন। দ্বীপরাষ্ট্রের অর্থনীতির সিংভাগ নির্ভর করে পর্যটনের উপর।
মলদ্বীপের প্রাক্তন মন্ত্রী আহমেদ মাহলুফ বলেছেন, ভারতীয় পর্যটকরা যদি তাদের অবস্থানে অনড় থাকেন, তাহলে তা মলদ্বীপের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।
ভারত-মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে দুই দেশের নেতাদের মধ্যে আলোচনার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।