পছন্দের রুটে না যাওয়ায় অটো চালককে বন্দুক দেখিয়ে হুমকি, গ্রেফতার হলেন ২ যুবক

মঙ্গলবার সকাল ৫টা নাগাদ কলকাতার গড়িয়া অটো স্ট্যান্ডের কাছে দুই যুবক অটো চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক একটি দামী গাড়িতে করে এসে অটো স্ট্যান্ডের সামনে দাঁড়ায়। তারা একটি নির্দিষ্ট রুটে অটো নিয়ে যাওয়ার জন্য একটি অটো চালককে বলেন। কিন্তু সেই অটো চালক যেতে রাজি হননি।

এরপরেই দুই যুবক মত্ত অবস্থায় অটো চালকের সঙ্গে বচসা শুরু করেন। এক যুবক হঠাৎ করে একটি আগ্নেয়াস্ত্র বের করে অটো চালককে হুমকি দেন। নির্দিষ্ট রুটে যাওয়ার জন্য তাঁকে হুমকি দিতে থাকেন।

স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে ডেকে আনেন। পুলিশ এসে দুই যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই যুবকের নাম দীপায়ন দত্ত এবং চিরঞ্জিত কর্মকার। তারা নারকেলডাঙা এলাকার বাসিন্দা।

পুলিশ তাদের কাছে আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখছে। এছাড়াও, তারা কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতচকিত। তারা বলছেন, এত ভোর বেলা রাস্তায় লোকজন কম থাকায় ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত।