10 কোটি টাকার আইফোন লুট, SP কে দেওয়া হলো তদন্তের নির্দেশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে চেন্নাই থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে প্রায় ১০ কোটি টাকার আইফোন লুটের ঘটনায় তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মামলার পরবর্তী শুনানি ২ ফেব্রুয়ারি। ওইদিন তদন্তের কী অগ্রগতি হয়েছে তার সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “গত সেপ্টেম্বর মাসের ঘটনা। ঘটনার পরে ডেবরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

জানা গিয়েছে, লরিতে করে চেন্নাই থেকে কলকাতায় প্রায় ১০ কোটি টাকার আইফোন পাঠানোর সময়ে লুটের ঘটনা ঘটে। তিন রাজ্য পেরিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভোরে লরিটি ডেবরা থানার নতুনবাজারে একটি পেট্রল পাম্পে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। জিপিএস ট্র্যাকে থাকা ওই লরিটি কেন দাঁড়িয়ে রয়েছে তা জানতে চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবহণ সংস্থার কর্মীরা।

চালক ফোন না ধরায় মিনিট চল্লিশ পরে ডেবরা থানায় যোগাযোগ করেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি উদ্ধার করলেও আইফোন, চালক ও খালাসিকে খুঁজে পায়নি। ঘটনার পর প্রায় ১০০ দিন কেটে গেলেও পুলিশ কোনও কিনারা করতে না পারায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চেন্নাইয়ের পরিবহণ সংস্থা।

হাইকোর্টের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। দলটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা লরির চালক ও খালাসির সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এছাড়াও, লরিটি কে বা কারা লুট করেছে তা জানার জন্য বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করছে।

পুলিশ আশা করছে, হাইকোর্টের নির্দেশে তদন্তের গতি বাড়বে এবং দ্রুতই লুটের ঘটনার কিনারা করা সম্ভব হবে।