SPORTS: আইপিএলই ভারতের শেষ ভরসা! তারপরেই হবে সব কিছু নির্ণয়

চলতি বছর অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের আগে এই ফরম্যাটে ভারতের শেষ সিরিজ জানুয়ারিতে। এরপর বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই তাদের। জানুয়ারির সেই সিরিজ শেষে টি-২০ ক্রিকেট বলতে রয়েছে শুধু আইপিএল।

অর্থাৎ, জানুয়ারির পর টি-২০ বিশ্বকাপের আগে এই ফরম্যাটে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজেই মাঠে নামবে না ভারত। এ অবস্থায় ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্সকে মূল্যায়ন করেই বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দল ঘোষণা করতে হবে।

আফগানিস্তানের বিপক্ষে চলতি মাসে টি-২০ সিরিজে মাঠে নামবে ভারত। যদিও সেই সিরিজে অনেক তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। আফগান সিরিজ ছাড়া অন্য আর কোনো ম্যাচ না থাকায় আইপিএলই শেষ ভরসা ভারতের নির্বাচকদের জন্য।

বিশ্বকাপের দল বেছে নেয়ার জন্য আইপিএলের প্রথম মাসে কোন ক্রিকেটার কেমন খেলছে তা দেখা হবে। এবারের আইপিএল শুরু হবে মার্চে। দুই মাসবাপী এই টুর্নামেন্ট শেষ হবে বিশ্বকাপের দু’সপ্তাহ আগে। ফলে, বিশ্বকাপের দল নির্বাচনে বড় ভূমিকা রাখবে আইপিএল।

ক্রিকেট বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, আফগানিস্তান সিরিজ দেখে বিশ্বকাপের দল নির্বাচন করা সম্ভব নয়। আইপিএলের প্রথম মাসে কে কেমন খেলছে, তার উপর সব কিছু নির্ভর করবে।