‘অভিনন্দন রইল’, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মমতা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগ। এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার, গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে কপিল মুনির আশ্রমে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশের জন্য এবং শেখ হাসিনার জন্য আমার অভিনন্দন রইল। তাঁর দলের এবং পরিবারের প্রতিও আমার অভিনন্দন রইল।” ঈশ্বর যেন তাঁদের আশীর্বাদ করেন সেই কামনাও করেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগেও একাধিকবার তারা একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারত, রাশিয়া, চিন, ভুটান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, “আমার এই জয় বাংলাদেশের মানুষের এবং গণতন্ত্রের জয়।” তিনি জানান, এবার তাঁর লক্ষ্য বাংলাদেশে অর্থনৈতিকভাবে উন্নত করা এবং সেখানের বাসিন্দাদের জীবনযাত্রা মান আরও উন্নত করা। তিনি জানিয়েছে, বাংলাদেশের মানুষই তাঁর পরিবার। তাই সবার উন্নতির জন্য মায়ের মমতায় সরকার এবং প্রশাসন চালান তিনি।