চিলকা হ্রদে গিয়ে ফেঁসে গেলেন সম্বিত পাত্র, পথভ্রষ্ট হয়ে ২ ঘণ্টা আটকে বিজেপির মুখপাত্র!

রবিবার বিকেলে ওডিশার চিলকা হ্রদে পথভ্রষ্ট হয়ে আটকা পড়েন BJP মুখপাত্র সম্বিত পাত্র। তিনি কেন্দ্রীয় মৎস্য ও পশু প্রতিপালনমন্ত্রী পুরুষোত্তম রুপালার সঙ্গে একই নৌকায় ছিলেন। তাঁরা খুরদা থেকে পুরীর সতপদে নৌকা সফরে গিয়েছিলেন।
জানা গিয়েছে, চিলকা হ্রদ নলবন পাখি সংরক্ষণালয়ের কাছে আচমকাই পথভ্রষ্ট হয় কেন্দ্রীর মন্ত্রী ও সম্বিত পাত্রদের নৌকাটি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তাঁদের নৌকাটি মৎস্যজীবীদের জালে আটকে পড়েছে। পরে অবশ্য জানা যায়, হ্রদের মধ্যে তৈরি হওয়া চরে আটকা পড়ে নৌকা।
খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্ধারে পুরীর সতপদ থেকে ঘটনাস্থলে পাঠানো হয় একটি উদ্ধারকারী নৌকা। সেখানে তোলা হয় পুরুষোত্তম রুপালা, সম্বিত পাত্র এবং বাকি BJP নেতা-কর্মীদের। অবশেষে তাঁদের উদ্ধার করে আনা সম্ভব হয়।
এই ঘটনার জেরে পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে দেন কেন্দ্রীয় মৎস্য ও পশু প্রতিপালনমন্ত্রী।
এই ভয়ংকর অভিজ্ঞতা সম্পর্কে সম্বিত পাত্র বলেন, “অন্ধকার হয়ে আসছিল। যিনি নৌকা চালাচ্ছিলেন তিনি এই রুটে নতুন। পাকা হাত নয়। ফলে আমরা হ্রদের মাঝে হারিয়ে গিয়েছিলাম। দু’ঘণ্টা ধরে দিকভ্রষ্ট হয়ে হ্রদের মাঝে নৌকায় আটকে পড়েছিলাম। অবশেষে উদ্ধারকারী নৌকার সাহায্যে আমরা পুরীর সতপদে পৌঁছতে পারি।”