ট্র্যাক ছাড়াই দৌড়বে ট্রেন! নতুন আবিষ্কার চিনের

প্রযুক্তির ক্ষেত্রে চিন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। ছোট হোক বা বড়, নতুন নতুন বৈশিষ্ট্যের জিনিস তৈরিতে চিন একেবারে ধোপধুরস্ত। তাও আবার কম টাকায় চমকপ্রদ জিনিস বানানোতেও চিনের হাতযশ রয়েছে।

পরিবহণের ক্ষেত্রে চিন এবার দারুণ আবিষ্কার করে বিশ্বকে চমকে দিয়েছে। ২০১৭ সালে চিনের জুঝহউতে তৈরি হয় রেল-বাস। এই যানটিকে বাস, ট্রেন এবং ট্রামের সংমিশ্রণ বললে ভুল হয় না। ট্রেনের মতো দেখতে হলেও স্বয়ংক্রিয় এই যানটি ট্র্যাক ছাড়াই চলতে পারে।

রেল-বাস চালানোর জন্য রাস্তায় ট্রিপ তৈরি করতে হয়। এই ট্রিপের উপরে থাকা স্ট্রিপ অনুযায়ী চলে এই যানটি। স্বয়ংসক্রিয় গাড়িটি সেন্সর থেকে প্রাপ্ত ডেটা গাড়িটির কম্পিউটারে যায়। আর তারপর নিজে থেকেই ঘুরতে থাকে স্টিয়ারিং।

মেট্রোর তুলনায় রেল-বাস নেটওয়ার্ক নির্মাণের খরচ অনেক কম। উদাহরণস্বরূপ, চীনে একটি পাতাল রেল ব্যবস্থার আনুমানিক খরচ $৫৭-১০০ মিলিয়নের মধ্যে। সেখানে রেল-বাস নেটওয়ার্ক নির্মাণে এই ব্যয়ের মাত্র ২০ শতাংশ খরচ করলেই চলবে।

ব্যাটারিতে চলবে রেল বাস। মাত্র ১০ মিনিট চার্জ দিলেন ২৫ কিলোমিটার হু হু করে ছুটবে এই রেল বাস। সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে এই রেলবাস।