OMG! বাংলায় ঢুকতেই গাড়ি থেকে উধাও ১০ কোটি টাকার আইফোন, আদালতে গেলো সংস্থা

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত গত ২৬ সেপ্টেম্বর চেন্নাই থেকে কলকাতায় আনার সময় ১০ কোটি টাকার আইফোন লুটের ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ওই আইফোনগুলো একটি লরিতে করে আনা হচ্ছিল। লরির গতিবিধির উপর নজরদারি চালাতে অত্যাধুনিক ‘জিপিএস সিস্টেম’ ব্যবহার করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশের পর লরিটি নির্ধারিত সময়ের বেশি সময়ের জন্য একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে ছিল। সেই দেখে পরিবহণ সংস্থার কর্তৃপক্ষ চালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু চালকের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর ৪৫ মিনিট পর ডেবরা থানায় খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি উদ্ধার করে। কিন্তু লরির ভেতর কোনো আইফোন ছিল না। চালক ও খালাসিও নিখোঁজ।
পরিবহণ সংস্থার তরফে অভিযোগ করা হয়, চলন্ত অবস্থাতেই আইফোনগুলো চুরি করা হয়েছে। কারণ লরিটি পশ্চিমবঙ্গে প্রবেশের পর হঠাৎ একটি অন্য লরি পাশাপাশি চলে আসে। দীর্ঘক্ষণ ওই দুই লরি পাশাপাশি চলছিল। মনে করা হচ্ছে এই অবস্থাতেই প্ল্যানমাফিক এই কাজ করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অনেক ফোনের ‘আইএমইআই কোড’ নিষ্ক্রিয় করেছে। রাজ্য পুলিশ আদালতে জানায়, ঘটনার পর কালোবাজারিতে অনেক ফোন দেশের একাধিক রাজ্যে বিক্রি হয়ে গিয়েছে। চুরি যাওয়া কয়েকটি ফোনের হদিস মিলেছে দিল্লিতে।
তবে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের পক্ষে এই ঘটনার জন্য দিল্লিতে গিয়ে তদন্ত করা সম্ভব নয়। তাই বিচারপতি সেনগুপ্ত আপাতত জেলার পুলিশ সুপারকে এই তদন্তে নজরদারি করার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ফেব্রুয়ারীতে।