ফেসবুকে নতুন প্রেম! ১৫ বছরের সংসার-স্বামীকে ফেলে প্রেমিকের সঙ্গে ‘পালিয়ে’ গেলেন বুলবুল

বিহারের মুঙ্গের জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় প্রেমে পড়ে বিয়ের ১৫ বছর পর দুই বাচ্চার মা ঘর ছেড়ে চলে গেছেন প্রেমিকের সঙ্গে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন বিক্কি ও বুলবুল। বিয়ের পর তাদের দুটি সন্তান হয়। কিন্তু, গত কয়েক মাস ধরে বুলবুল ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন। তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ার পর গত ৩ জানুয়ারি প্রেমিকের টানে বুলবুল দুই বাচ্চা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যান।
বুলবুল বাপের বাড়ি যাওয়ার কথা বলে ভাইকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু, ভাইকে ট্রেনে তুলে দেওয়ার পর তিনি নিজে ট্রেনে উঠেননি। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রী-সন্তানকে না দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন বিক্কি। পরে তিনি বুঝতে পারেন, বুলবুল নিজের সমস্ত জামাকাপড়, গয়না নিয়ে ঘরে ছেড়ে বেরিয়ে গিয়েছেন।
হতাশ বিক্কি সফিয়াবাদ ওপি এলাকার পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ প্রাথমিকভাবে একটি মামলা দায়ের করেছে। পুলিশ বুলবুল ও তার প্রেমিকের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে।
সফিয়াবাদ ওপির পুলিশ কর্তা বলেন, “বুলবুল ফেসবুক প্রেমিকের পাল্লায় পড়ে এমনটা করেছেন বলে অনুমান করা হচ্ছে। তবে কোনওভাবে এই মহিলা কোনও দুষ্ট চক্রের খপ্পরে পড়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ফেসবুর বন্ধুর নাম-পরিচয়ের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে সতর্ক থাকা উচিত। অন্যদিকে, অনেকে বলছেন, বিয়ের আগে ভালো করে প্রেমের পরীক্ষা নেওয়া উচিত।