প্রেমের সম্পর্কের জেরেই শিশুকন্যাকে অপহরণ! পুণে থেকে উদ্ধার করল পুলিশ

৬ জানুয়ারি ২০২৪ – নদিয়ার কৃষ্ণগঞ্জে ৬ বছরের এক শিশুকন্যাকে অপহরণের ঘটনায় পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, গত ডিসেম্বর মাসে স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডলের বাড়িতে তাঁর শ্যালিকার পরিচিত প্রশান্ত রাজবংশী নামে এক যুবক আসে। ৪ দিন থাকার পর ফিরে যায় সে। তারপর ফের একদিন আসে প্রশান্ত। অভিযোগ, প্রশান্ত ফিরে যাওয়ার পর আর সঞ্জয় মণ্ডলের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর গত ৪ ডিসেম্বর কৃষ্ণগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন সূত্র ধরে মহারাষ্ট্রর পুণেতে গিয়ে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। সঙ্গে শিশুটির পরিবাবের সদস্যরাও ছিলেন। লাগাতার ৩ দিন অনুসন্ধানের পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

শিশুকন্যার বাবা সঞ্জয় মণ্ডল অভিযোগ করেন, “আমার শ্যালিকার সঙ্গে ওই ছেলেটার ভালোবাসার সম্পর্ক। আমার মেয়েকে মেরে দাঁত ভেঙে দিয়েছে। চার্জারের তার দিয়ে পিঠে মেরেছে। তবে পুলিশকে ধন্যবাদ। পুলিশ না সহযোগিতা করলে আমার মেয়েকে উদ্ধার করতে পারতাম না।”

পুলিশের দাবি, প্রেমের সম্পর্কের জেরেই প্রশান্ত শিশুকন্যাকে অপহরণ করে। প্রশান্তের সঙ্গে সঞ্জয় মণ্ডলের শ্যালিকার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক মেনে নিতে নারাজ সঞ্জয় মণ্ডল। তাই শিশুকন্যাকে অপহরণ করে প্রশান্ত।

পুলিশের তদন্ত এখনও চলছে। শিশুকন্যাকে অপহরণের পর কী ঘটেছিল, তা জানতে অভিযুক্ত প্রশান্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।