কংগ্রেস বিধায়কদের বাড়িতে ইডির হানা, উদ্ধার কোটি কোটি টাকা ও অস্ত্র

নতুন বছরে শুরুতেই ফের তৎপরতা দেখাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার ও প্রাক্তন বিধায়ক দিলবাগ সিংয়ের বাড়ি সহ মোট ২০টি জায়গায় তল্লাশি চালানো হয়। এই অভিযানে কোটি কোটি নগদ টাকা, কয়েক কেজি সোনা, অবৈধ অস্ত্র এবং মদের বোতল উদ্ধার করা হয়েছে।
হরিয়ানার বালি ও খাদান দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হয়। ইডির অভিযোগ, এই মামলায় সুরেন্দ্র পানওয়ার ও দিলবাগ সিং জড়িত। তল্লাশির সময় বিধায়কদের পরিবার ও বাড়ির কাজের কর্মীদের ফোন বাজেয়াপ্ত করেছে ইডির দলটি।
ইডি আধিকারিকরা জানান, কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার একটি বেআইনি ‘ই রাভানা’ প্রকল্প চালানোর অভিযোগে অভিযুক্ত। খনির জন্য বিল ও স্লিপ তৈরির করার একটি অনলাইন পোর্টাল হচ্ছে এই ‘ই রাভানা’। দুর্নীতি এবং কর ফাঁকি রুখতে ২০২০ সালে প্রকল্পটি চালু করেছিল হরিয়ানা সরকার।
কয়েকদিন আগে ঝাড়খণ্ডে রাজ্যসভার এক কংগ্রেস সাংসদের বাড়িতে কর ফাঁকির অভিযোগ তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর আধিকারিকরা। এবার হরিয়ানার কংগ্রেস বিধায়কের বাড়িতে তল্লাশি চালাল ইডি। যা, লোকসভা ভোটের আগে যথেষ্ট চাপে ফেলে দিল শতাব্দী প্রাচীন দলকে।
এই তল্লাশির ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিরোধীরা ইডির অভিযানকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে।